বেগম জিয়াকে তার দণ্ড মওকুফ করে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে সরকার

শারীরিক অবনতির বিষয়টি সামনে রেখে দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে ‘স্বাধীনভাবে’ চিকিৎসা গ্রহণের সুযোগ দিতে পারে সরকার।

[৩] আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক। রবিবার (৯ মে) তার মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাবে বলেও জানান তিনি। বাংলা ট্রিবিউন

[৪]আইন বলছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা মওকুফ করতে পারে সরকার। ৪০১-এর ১ উপধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনও সময় বিনাশর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবে।
[১] ভারতের পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারণার মূল্য, এক মাসে কোভিড সংক্রমণ বৃদ্ধি ১৫শ শতাংশ ≣ [১] উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ≣ [১] পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

[৫]খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘৪০১ ধারায় চাইলে সরকার তার দণ্ড কমাতে পারে, শর্তসাপেক্ষ মুক্তি দিতে পারে, দণ্ড মওকুফ করে মুক্তিও দিতে পারে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *