বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পবিপ্রবির সাইফুল ইসলাম

স্টানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে।

[৩] তালিকায় স্থান করে নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

[৪] এ পর্যন্ত তার দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন আস্তর্জাতিক ও দেশীয় জার্নালে প্রকাশিত হয়েছে। শিক্ষাজীবনে একাধিকবার স্বর্ণপদক ও সম্মানজনক সনদ পেয়েছেন।
[১] ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত ≣ [১] ভারত থেকে আসা ২ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়ায় সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ নেপালের ≣ [১] করোনার সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় ‘ভিটামিন ডি’

[৫] বিষয়ভিত্তিক গবেষণা কার্যক্রমে অবদানের ভিত্তিতে গবেষকদের এক বৈশ্বিক ডাটাবেজ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে সারা বিশ্বের দেড় লাখেরও বেশি গবেষক বিষয়ভিত্তিক এ তালিকায় স্থান পেয়েছেন। প্রত্যেক বিজ্ঞানীকে তাদের নিজস্ব গবেষণাকাজের সংখ্যা ও সাইটেশনের ভিত্তিতে এ তালিকায় স্থান দেওয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *