বিএইচবিএফসির নতুন এমডি মো. আফজাল করিম

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আফজাল করিম। বিএইচবিএফসিতে যোগ দেয়ার আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। তিনি এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকে ডিএমডি ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৫ সালে বিএইচবিএফসিতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে যোগ দেন এবং একই প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্বসহ মহাব্যবস্থাপকের চলতি দায়িত্বও পালন করেন। তিনি সেনা কল্যাণ সংস্থা ছাড়াও বাংলাদেশ চা বোর্ডে প্রায় আট বছর যথাক্রমে প্রজেক্ট ইনচার্জ, ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন।

তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন-ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং এমবিএ (মেজর ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *