বায়ুবাহিত হওয়ার ২০ মিনিটের মধ্যে করোনা সংক্রমিত করার ক্ষমতা ৯০ শতাংশ হারায়

করোনা ভাইরাস কিভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বেঁচে তা এক বিষয়ক বিশ্বের প্রথম সিমুলেশনে দেখা গিয়েছে, করোনাভাইরাস বায়ুবাহিত হওয়ার ২০ মিনিটের মধ্যে আমাদের সংক্রামিত করার ক্ষমতার ৯০% হারায়-তবে এর মধ্যে বেশিরভাগ সক্ষমতাই হারায় প্রথম ৫ মিনিটে। গার্ডিয়ান

[৩]এই ফলাফলে স্বল্প-স্বল্প-পরিসরের কোভিড সংক্রমণের গুরুত্বের ওপর পুনরায় জোর দিয়ে বলা হয়, শারীরিক দূরত্ব এবং মুখোশ পরা সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

<

[৪]ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক এবং গবেষণার প্রধান লেখক অধ্যাপক জোনাথন রিড বলেন, আপনি যখন কারো কাছাকাছি থাকেন তখনও এক্সপোজারের আরো বড় ঝুঁকিতে থাকেন। আর আপনি যখন আরও দূরে সরে যান, তখন শুধু অ্যারোসলই কম হয় না, কম সংক্রামক ভাইরাসও থাকে কারণ ভাইরাসটি সংক্রামকতা হারিয়ে ফেলেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *