ফিনিশার ধোনির দেখা নেই, টানা দ্বিতীয় হার চেন্নাইয়ের

আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারে চেন্নাই সুপার কিংস। সে ম্যাচে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে সমালোচনার মুখে পড়েন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নেমেছেন ছয়ে। তখন অবশ্য রান রেট বেড়ে ১৮ ছাড়িয়েছে। জ্বলে উঠেনি ধোনির ব্যাটও। ৪৪ রানে দিল্লির কাছে হেরেছে তিনবারের চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি।

১৭৬ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। শেন ওয়াটসন ১৪ আর মুরলি বিজয় ১০ রানে প্যাভিলিয়নে ফিরে যান।
কেদার যাদব করেন ২৬ রান। ধোনি যখন নামলেন চেন্নাইয়ের প্রয়োজন ২৬ বলে ৭৮ রান। রান রেটের চাপ সামলাতে ব্যর্থ ধোনির ব্যাট থেকে এলো ১৫ রান। ৪৩ রান করেন ফাফ দু প্লেসি। ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। তিনটি উইকেট নেন রাবাদা। দুটি উইকেট নেন নরতিয়ে।

এদিনও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বি শ এবং শিখর ধাওয়ানের ৯৪ রানের জুটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। শিখর ২৭ বলে ৩৫ রান করেন। তরুণ পৃথ্বি শ ৪৩ বলে ৬৪ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৬ রান করেন। ৩৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্ত। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন পীযুষ চাওলা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *