প্রথমার্ধে জাপানের চলতি হিসাবে উদ্বৃত্তি ৫ বছরের সর্বনিম্নে

২০২০ সালের প্রথমার্ধে জাপানের চলতি হিসাবে উদ্বৃত্তি ৩১ দশমিক ৪ শতাংশ কমে ৭ দশমিক ৩১ ট্রিলিয়ন ইয়েন বা ৬ হাজার ৯০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে রফতানি হ্রাস এবং পর্যটক আগমন কমে যাওয়ায় পাঁচ বছরের সর্বনিম্ন উদ্বৃত্তিতে দাঁড়িয়েছে। খবর কিয়োদো।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, গত জুনেই জাপানের চলতি হিসাবে উদ্বৃত্তি ৮৬ দশমিক ৬ শতাংশ কমে ১৬ হাজার ৭৫০ কোটি ইয়েনে দাঁড়িয়েছে।

এর আগে ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে জাপানের চলতি হিসাবে উদ্বৃত্তি ৩ দশমিক ৫৪ ট্রিলিয়ন ইয়েনের পর এটা সর্বনিম্ন।

চলতি বছরের প্রথমার্ধে জাপানের রফতানি ১৫ দশমিক ৬ শতাংশ কমে ৩২ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। এছাড়া আমদানি ১২ দশমিক ৩ শতাংশ কমে ৩৩ দশমিক ১০ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *