পাম অয়েল রফতানি সীমিত করছে ইন্দোনেশিয়া

বিশ্বজুড়ে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এ পরিস্থিতিকে আরো উসকে দিয়েছে। এর মধ্যে নতুন করে চাপ সৃষ্টি করতে যাচ্ছে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানির ওপর বিধিনিষেধ আরোপ। ভোজ্যতেলটির শীর্ষ উৎপাদক ও রফতানিকারক দেশটি তাদের রফতানি সীমিত করে আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্স।

অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে পাম অয়েল রফতানির ওপর আগেই বেশকিছু বিধিনিষেধ দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে এতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করল ইন্দোনেশিয়া সরকার। নতুন এ বিধিনিষেধের ফলে দেশটির পাম অয়েল রফতানিকারকদের আগের তুলনায় আরো বেশি অভ্যন্তরীণ বাজারে বিক্রি করতে হবে। অভ্যন্তরীণ বাজারে বিক্রির বাধ্যবাধকতা বা ডিএমওর আওতায় মোট রফতানির ৩০ শতাংশ সরবরাহ করার নির্দেশনা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আগে অভ্যন্তরীণ বাজারে সরবরাহের পরিমাণ ছিল ২০ শতাংশ। নতুন এ বিধিনিষেধ আগামী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *