পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন মুকেশ আম্বানি

ভারতের গুজরাট রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করার জন্য ‘ভাইব্রান্ট গুজরাট সামিট ২০২২’ প্রকল্প চালুর পর ওই বিনিয়োগ নিয়ে সমঝোতা স্বাক্ষর করে রিলায়েন্স। এ বিনিয়োগে ৮ হাজার কোটি ডলার বা ৫ লাখ ৯৫ হাজার কোটি রুপি ব্যয় হবে। রিলায়েন্সের দাবি, ওই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। দি ওয়াল/ফোর্বস

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ওই রাজ্যে ১০০ গিগাওয়াটের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কারখানা ও পরিবেশবান্ধব হাইড্রোজেন ইকো সিস্টেম গড়ে তোলা হবে। গুজরাটের ছোট ও মাঝারি সংস্থাগুলি যাতে ‘গ্রিন হাইড্রোজেন’ ও অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করে, সেজন্য উৎসাহ দেওয়া হবে। রিলায়েন্স ১০০ গিগাওয়াটের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য তারা কচ্ছ, বানসকান্থা ও ঢোলেরাতে জমি দেখছে। এছাড়া অপর একটি বিদ্যুৎকেন্দ্রে আরও ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে কোম্পানিটি। গুজরাটে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিনিয়োগ করা হবে ২৫ হাজার কোটি রুপি। এর পাশাপাশি গুজরাটে ফাইভ জি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সাড়ে ৭ হাজার কোটি এবং খুচরো ব্যবসার জন্য আরও ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় রিলায়েন্স। গুজরাটে নতুন বিনিয়োগের কথা প্রকাশিত হওয়ার পরে মুম্বাই স্টক এক্সচেঞ্জে রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ০.৫৯ শতাংশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *