পঞ্চম ধাপের ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪ টা পর্যন্ত

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৭০৮টি ইউপির মধ্যে ৪০টিতে ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে।

[৩] ৭০৮ ইউপির মধ্যে বিভিন্ন পদে ইতোমধ্যে ১৯৩ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ ও সাধারণ সদস্য পদে ১১২ জন।

[৪] নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এ ধাপে নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *