নির্বাচন কমিশনের ৯৩তম সভার এজেন্ডায় বিএনপির লবিস্ট নিয়োগের ব্যয়

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগের ব্যয়ের হিসেব ইসিতে জমা না দিলে তা তদন্ত করবে ইলেকশন কমিশন। বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার সভায় এই বিষয়টি এজেন্ডায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনের বিশ্বস্ত সুত্র এতথ্য নিশ্চিত করেছে।

[৩] বৈঠকে ৪টি সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়েছে। তিন নম্বর এজেন্ডায় বিএনপির লবিস্ট নিয়োগ বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠির বিষয়টি রয়েছে। এতে বলা হয়েছে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিদেশ লবিস্ট নিয়োগ সংক্রান্ত ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিলকৃত অডিট রিপোর্টে উল্লেখ না করলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত পত্রের বিষয় কমিশনে উপস্থাপন।’

[৪] এছাড়া বৈঠকে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি হস্তান্তরে রাজধানীতে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন, আরপিওর ইংরেজি ও বাংলা পাঠ এবং নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন বই আকারে প্রকাশ এজেন্ডায় রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *