নানামুখী চাপে জাকারবার্গকে পরিবর্তন আনতে হচ্ছে ফেসবুকের নীতিমালায়

দেবদুলাল মুন্না: [২] ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন থেকেই ক্ষিপ্ত ছিলো ফেসবুকের ওপর। এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে সেই দ্বন্ধের মীমাংসা খুঁজতে।সর্বশেষ যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত টুইটের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় ফেসবুকেরই সিংহভাগ কর্মকর্তা-কর্মচারীরা ট্রাম্পের বিপক্ষে চলে যান। প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক, টুইটারে পোস্ট ছিল, ‘লুটপাট শুরু হলে গুলিও শুরু হবে।’এসব কারণে ফেসবুকের নীতিমালায় পরিবর্তন আসছে। এএফপি ও সিএনএন

[৩] গত শনিবার এ পরিবর্তনের ঘোষণা দেন জাকারবার্গ। গত শুক্রবার প্রতিষ্ঠানের কর্মীদের কাছে চিঠি লিখে নীতিমালা পর্যালোচনার কথা জানান।

[৪] চিঠিতে জাকারবার্গ লিখেছেন, ‘আলোচনার সুযোগ দিতে আমরা আমাদের নীতিমালা পর্যালোচনা করতে যাচ্ছি এবং রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের হুমকির বিষয়ে যদি কোনো সংশোধনীর দরকার পড়ে, তাহলে আমরা সেটা করব।

[৫] শনিবার ফেসবুকের একটি ভিডিও কনফারেন্স মিটিং এ সিদ্ধান্ত হয়, যেসব বিষয় রানৈতিকভাবে খুবই স্পর্শকাতর ও উসকানিমুলক সেসব লেখা ফেসবুক প্রকাশ করবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *