দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত এরদোগান ও সৌদি বাদশাহ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও সৌদি বাদশাহ সালমান। গতকাল এক বিরল ফোনকলে দুই দেশের রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে এ বৈঠকটি করেন। খবর এএফপি।

শনি ও রোববার রিয়াদে জি২০ সম্মেলনের প্রাক্কালে এরদোগান ও সালমানের মধ্যে এ টেলিফোন আলোচনাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, জি২০ সম্মেলনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেছেন এরদোগান।

বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং বিবদমান বিভিন্ন সমস্যার সমাধানে সংলাপের রাস্তা খোলা রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট এরদোগান ও বাদশাহ সালমান।

মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও তুরস্কের মধ্যে টানাপড়েন চলে আসছে। ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার মাধ্যমে রিয়াদ ও আঙ্কারার মধ্যে তিক্ততা চূড়ায় পৌঁছায়।

ওই হত্যাকাণ্ডের ফলে আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় ওঠে এবং বিশ্বমহলে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *