ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই দুটি আসনেই ইভিএমে ভোট গ্রহণ হবে। এটিএন নিউজ, ডিবিসি নিউজ

[৩] দুই আসনেই গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।

[৪] এই দুই নির্বাচনী এলাকায় পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আশঙ্কাজনক কোনো তথ্য পাইনি। ঢাকা-৫ আসন রাজধানী শহরে হওয়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগে তদন্তে কমিটি গঠন ≣ [১] দেশব্যাপী করোনা চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ ≣ [১] কমলগঞ্জে রাত ৮ টার পর সব দোকানপাট বন্ধের নির্দেশ

[৫] সংশ্নিষ্ট দুই এমপির মৃত্যুর পর গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

[৬] ঢাকা-৫ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্‌ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এ আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

[৭] নওগাঁ-৬ : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ০৬ হাজার ৭২৫ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। এই আসনে ১০৪ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *