ঢাকায় অসহনীয় যানজট আপাতত ভোগান্তিই ‘সমাধান’

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৮: ০০ অ+অ-

যানজট সমস্যার সমাধানে বানানো হয়েছিল উড়ালসড়ক। সেখানেও নিশ্চল দাঁড়িয়ে আছে যানবাহন। একই চিত্র নিচের সড়কেও। তীব্র ভোগান্তিতে রাজধানীর বাসিন্দারা। গতকাল বিকেলে শান্তিনগর এলাকায়।
যানজট সমস্যার সমাধানে বানানো হয়েছিল উড়ালসড়ক। সেখানেও নিশ্চল দাঁড়িয়ে আছে যানবাহন। একই চিত্র নিচের সড়কেও। তীব্র ভোগান্তিতে রাজধানীর বাসিন্দারা। গতকাল বিকেলে শান্তিনগর এলাকায়।

ভুল পরিকল্পনার সঙ্গে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে রাজধানী ঢাকার তীব্র যানজট এখন অনেকটাই স্থায়ী রূপ নিয়েছে। এমন পরিস্থিতি বছরের পর বছর ধরে চললেও অবস্থার উন্নতির জন্য সরকারের পক্ষে যে ধরনের কার্যকর উদ্যোগ ও পরিকল্পনা থাকা দরকার, তাতেও ঘাটতি দেখছেন পরিবহন খাতের বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, দীর্ঘ অনিয়ম–অব্যবস্থাপনার ফল হচ্ছে, যানজটে নিত্যদিন মানুষের ভোগান্তি। অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী বলছেন, যানজট নিরসনে সরকার কাজ করছে, তবে সমাধানে সময় লাগবে।

ঢাকার যানজট কমাতে রুটিনমাফিক যেসব কাজ করার কথা সরকারের, সেটিও হচ্ছে না বলে মনে করে পরিবহন খাত নিয়ে কাজ করা সংগঠনগুলো। ফুটপাত দখলমুক্ত রাখা, যত্রতত্র পার্কিং যাতে না হয় সেটি নিশ্চিতে পদক্ষেপ থাকা, ব্যক্তিগত গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি বাধ্য করা, এ ধরনের কাজও এখন ঠিকমতো হচ্ছে না। ‘অসহনীয় যানজট: সমাধান কী’ শীর্ষক সংলাপে পরিবহন বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের আয়োজক ছিল ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *