চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ১০

চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টা ও ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এনএম নাছির (২৫), সদস্য সচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানার সভাপতি মো. রাসেল (২৬)। এছাড়া রয়েছেন ইয়ার মোহাম্মদ (১৮), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন (১৯), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঘটনার দিন মিছিলে নেতৃত্ব দেয়া কয়েকজন রয়েছেন।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, সিসি ক্যামেরার ?ফুটেজ, ভিডিও ফুটেজ, ছবি ও গ্রেফতারকৃত আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দিতে আমরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠনের কয়েকজন নেতার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছি। এর ভিত্তিতে আমরা কয়েকজনকে গ্রেফতার করেছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তবে আমাদের তদন্তকাজ চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *