চট্টগ্রামে একদিনে শনাক্তের হার ৩৯.৯৫

করোনা
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুই হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

 চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়, নতুন আক্রান্ত ৬৭৭ জন মহানগর এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ১১২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮১ হাজার ৮৬১ জন এবং উপজেলায় ৩০ হাজার ২৫১ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করেন এক হাজার ৩৪৩ জন। এর মধ্যে ৭২৮ জন মহানগরের।

গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। এখন তা আরও বেড়ে ৪০ শতাংশের দিকে এগোচ্ছে।

শনিবার সারা দেশে শনাক্ত রোগীর হার ছিল ২৮ শতাংশ, আর চট্টগ্রামে ছিল ২৯ শতাংশের বেশি। তবে গত একদিনে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যুর খবর সিভিল সার্জন কার্যালয়ে আসেনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *