কোভিড টিকা নিতে খুৎবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করবেন যুক্তরাজ্যের ইমাম সমাজ

জুমার খুৎবায় যুক্তরাজ্যের ইমামরা মুসল্লিদের কোভিড-১৯ টিকার নিরাপত্তা ও বৈধতা সম্পর্কে অবহিত করবেন। গার্ডিয়ান

[৩] ভ্যাকসিন স¤পর্কে অনেকের মধ্যে সংশয় ও উদ্বেগ কাজ করছে। যার ফলে যুক্তরাজ্যের ইমামরা সমন্বিতভাবে এই পদক্ষেপ নিয়েছেন।

[৪] জুমার খুৎবায় ইমামরা টিকা যে হালাল, সুতরাং তা নিতে আমাদের দ্বিধা করা উচিত নয় সে সম্পর্কে পরামর্শ দেবেন। এবং মুসলিমদের মাঝে টিকা নিয়ে যে ভুল ধারণা আছে সেগুলো পরিহারের আহবান জানাবেন। ইমামরা বলবেন নিজেকে ও অন্য সকলকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করা নৈতিক দায়িত্ব।
[১] সন্তানদের মাদরাসায় পড়াতে ভিক্ষা করেন অসহায় মা ≣ মার্কিন সেনাদের খরচ মেটাতে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব ≣ [১] নবীগঞ্জে এক পান বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার

[৫] মিনাবের চেয়ারম্যান ও ইমামদের একজন নেতা ক্বারী অসীম বলেছেন, মুসলিম সমাজের মাঝে ভ্যাকসিন নিয়ে সংশয় তৈরি হয়েছে দুটি কারণে। প্রথমত ভ্যাকসিনটি হালাল কিনা সেটা নিয়ে। এই বিষয়ে আমরা বলতে পারি যুক্তরাজ্যে যে দুটি ভ্যকসিন দেয়া হচ্ছে সেটা সম্পূর্ণ হালাল। মুসলিমরা সেগুলো অবশ্যই দিতে পারে। দ্বিতীয়টি হলো, গুজব ও মিথ্যা সংবাদ। আমরা গুজব ও মিথ্যা সংবাদ সবার মাঝ থেকে দূর করার চেষ্টা করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *