কাল থেকে চালু হচ্ছে আটটি বিশেষ পার্শেল ট্রেন

কৃষিপণ্য ও মালামাল পরিবহনে বিশেষ ট্রেন চলবে । চলমান করোনা মহামারি পরিস্থিতিতে কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের জন্য বুধবার (১৪ এপ্রিল) থেকে ৮টি বিশেষ পার্শেল ট্রেন চালু হচ্ছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ট্রেনের রুটগুলো হচ্ছে: ঢাকা-সিলেট, সিলেট-ঢাকা, চট্টগ্রাম-সরিষাবাড়ী, সরিষাবাড়ী-চট্টগ্রাম, খুলনা-চিলাহাটি, চিলাহাটি-খুলনা, পঞ্চগড়-ঢাকা ও ঢাকা-পঞ্চগড়।

রেলমন্ত্রী জানান, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটের ট্রেনগুলো প্রতিদিন চলবে। বাকিগুলো চলবে সপ্তাহে তিনদিন।

কনোনাকালে পণ্য পরিবহনে সহায়তা করতে ট্রেনগুলো চালু হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *