কার্টুনিস্ট কিশোর জামিন পাবেন কিনা জানা যাবে বুধবার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদনের ওপর শুনানি ও আদেশ দিতে বুধবার দিন ধার্য করেছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

এ মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। আহমেদ কবির কিশোরের পাশাপাশি মুশতাক আহমেদের জন্যও হাইকোর্টে জামিন চাওয়া হয়েছিল।
জঙ্গি সংগঠন আনসার ইসলামের টার্গেট অনলাইনে মনযোগী শিক্ষার্থীরা ≣ [১] সিরাজগঞ্জের র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ≣ [১] করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে ব্রিটেন

গতকাল শুনানিতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, দু’জন আসামির জামিন আবেদন করেছিলাম। এক নম্বর আবেদনকারী হলেন আহমেদ কবির কিশোর। দুই নম্বর আবেদনকারী হলেন মুশতাক আহমেদ।

গত ১৩ জানুয়ারি এ মামলায় কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও লেখক মুশতাক আহমেদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ। অপর আসামি জুলকারনাইন খান ওরফে সামিসহ অন্য আটজনকে অব্যাহতির আবেদন করা হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি অধিকতর তদন্তে সিটিটিসিকে নির্দেশ দেন। গত বছর ৫ মে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক মিনহাজসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *