কানাডার ভ্যানকুভারে ছুরিকাঘাতে নিহত ১

কানাডার ভ্যানকুভারে একটি পাবলিক লাইব্রেরিতে ছুরিকাঘাতে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এ হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। দৃশ্যত, সে একাই এই হামলা চালিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে জানাচ্ছে, একজন পুলিশ সদস্য বলেছেন, মারা যাওয়া একজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলেছে, নর্থ ভ্যানকুভার লাইব্রেরির ভিতরে এবং বাইরে বহু মানুষকে ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারী একাই এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। বিসি ইমার্জেন্সি হেলথ সার্ভিসেসের এমি রবার্টসন বলেছেন, আহত ৬ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য দিতে পারছিলেন না তিনি। উল্লেখ্য, নর্থ ভ্যাকুভারকে খুব বেশি শান্ত এবং ৮৫ হাজার সম্পদশালী মানুষের একটি বসতি বলে মনে করা হয়। ২০১৯ সালে নর্থ ভ্যানকুভারকে ম্যাক্লিন ম্যাগাজিনের কানাডিয়ান ধনী সম্প্রদায়ের মধ্যে ১০ম স্থানে ঠাঁই দিয়েছিল। দুটি ব্রিজ এবং একটি ফুট ফেরি নর্থ ভ্যানকুভারকে মূল ভ্যানকুভারের সঙ্গে যুক্ত করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *