কাকরাইলে মা-ছেলে হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর কাকরাইলে বহুল আলোচিত মা-ছেলে হত্যার ঘটনায় নিহত নারীর স্বামী, তার তৃতীয় স্ত্রী এবং শ্যালকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন আসামি হলেন- আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের রাজমনি সিনেমা হলের পশ্চিম দিকে রাজমনি কার সেন্টার ও বায়রা ডাটাবেইজের মাঝের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলায় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

ওই হত্যাকাণ্ডের পরদিন শামসুন্নাহারের ভাই আশরাফ আলী রমনা থানায় এই হত্যা মামলা দায়ের করেন। সেখানে করিম, মুক্তা ও জনিসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *