কঙ্গোর গোমাশহর থেকে ‘লিমনিক অগ্ন্যুৎপাতের’ আশঙ্কায় লোকদের সরে যাওয়ার নির্দেশ

ডিআর কঙ্গোর মাউন্ট নাইরাগোঙ্গো আগ্নেয়গিরির ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ায় পার্শ্ববর্তী গোমা শহর খালি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলাহয়, আরো অধিক সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে “লিমনিকঅগ্ন্যুৎপাত” যা একটি গভীর হৃদের সাথে মিশে ভয়ংকর শ্বাসরুদ্ধকর বিষাক্ত গ্যাস উগরে দিতে পারে।

প্রথম এ ধরণের গ্যাসের কারণে রহস্যজনক-ভাবে ১৯৮৪ সালে ক্যামেরুনের পশ্চিমে লেকমনোউনে ৩৭ জনের মৃত্যু হয়। বিজ্ঞানীরা দেখেছেন, হৃদের গভীরে দ্রবীভূত কার্বনডাইঅক্সাইড গ্যাস বিস্ফোরিত হয়ে ভূপৃষ্ঠে অদৃশ্য মেঘ তৈরি করেছে ,যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অদৃশ্য এই গ্যাসে মানুষ মারা যায়।
অবৈধ তিন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ≣ [১] পাঁচ খেলোয়াড় বদলের আইন ইউরো ফুটবলেও ≣ হেফাজতকে নিষিদ্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আহলে সুন্নাত

দুই বছর পরে ক্যামেরুনের লেকনিওসের কাছে ১৭০০ বেশী লোক মারাযায় এবং হাজার হাজার গবাদি পশু প্রাণ হারায়। এতে ধারণা করা হয়, ভূমিকম্প এবং অগ্নেয়গিরির ক্রিয়াকলাপ এই প্রাণহানির কারণ হতে পারে।

গোমায় ৬ লাখের বেশী লোক বাস করে, তবে ওই এলাকায় মোটপ্রায় ২০ লাখ লোক বাস করে এ ছাড়া ৯০ হাজারের বেশী লোক সীমান্তের ওপারে রুয়ান্ডার গিসেনি শহরে বাস করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *