একাধিক ফিচার সরাচ্ছে ফেসবুক

কাছাকাছি অবস্থানে থাকা বন্ধুদের খুঁজে পাওয়াসহ (নিয়ারবাই ফ্রেন্ডস) বেশকিছু ফিচার মুছে দেয়ার কথা জানিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। খবর গ্যাজেটসনাউ।

৯টু৫ম্যাকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিয়ারবাই ফ্রেন্ডস ছাড়াও লোকেশনভিত্তিক ওয়েদার অ্যালার্ট ফিচারও সরিয়ে দেবে প্লাটফর্মটি। প্রতিবেদন অনুযায়ী, সার্ভার থেকে চিরতরে ফিচারগুলো মুছে দেবে ফেসবুক। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

৯টু৫ম্যাক প্রকাশিত প্রতিবেদনে ফেসবুকের ঘোষণার বরাত দিয়ে বলা হয়, ৩১ মে থেকে নিয়ারবাই ফ্রেন্ডস ও ওয়েদার অ্যালার্ট ফিচার দুটি আর থাকবে না। ফিচারগুলো ব্যবহারে লোকেশন হিস্ট্রি ও ব্যাকগ্রাউন্ড লোকেশনসহ যেসব তথ্য দেয়া হয়েছে, সেগুলোর সংরক্ষণও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা নিয়ারবাই ফ্রেন্ডস ফিচার বন্ধের বিষয়ে বেশ কিছুদিন থেকে নোটিফিকেশন পেয়ে আসছিল। ২০১৪ সালে আশপাশে থাকা বন্ধুদের সঙ্গে নিজের বর্তমান অবস্থানসংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য ফিচারটি চালু করা হয়। আরো যেসব ফিচার ফেসবুক সরিয়ে দেবে সেগুলো হলো লোকেশন হিস্ট্রি, টাইম অ্যালার্টস ও ব্যাকগ্রাউন্ড লোকেশন। ৩১ মে এসব ফিচার ব্যবহার আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে ফেসবুক সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *