ঈদ নাটকে ক্রিকেটার আশরাফুল, সঙ্গে সীমান্ত

এই প্রথম ঈদের নাটকে একসঙ্গে দেখা যাবে ক্রিকেটার আশরাফুল ও রাশেদ সীমান্তকে। নাটকের নাম ‘ঈদ টুর্নামেন্ট’। প্রচার হবে বৈশাখী টেলিভিশনে ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। গল্প প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, সামাদ সাহেব গ্রামের সহজ-সরল ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতি বছরই ঈদ পুনর্মিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়।
এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং ব্যাটিং, ওপেনিং বোলিং করেন। সামাদ সাহেব দলের ভরাডুবি দেখে এবার টুর্নামেন্টকে সামনে রেখে ইউনিভার্সিটি পড়ুয়া তার ভাগ্নীকে ডেকে দলের দায়িত্ব দেন। জেনিফার সবকিছু বুঝতে পেরে মাসুম গোলদারকে দল থেকে বাদ দেন। মাসুম গোলদার নিউ টিম বরিশাল নামে নতুন দল গঠন করেন এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ভুল বুঝিয়ে এই দলে খেলতে রাজি করান। এভাবেই এগিয়ে যায় গল্প।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *