ইউক্রেনের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে যান ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন। শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করে ইইউ প্রধান জানান, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা, আগামী সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে জোটের সিদ্ধান্ত জানা যেতে পারে। আলজাজিরা

ইউক্রেনে রুশ হামলার শুরুর পর উরসুলা ভন দের লিয়েনের এটা দ্বিতীয় কিয়েভ সফর। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি (জেলেনস্কি) আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ আপনাদের (ইউক্রেনের) ইইউভুক্ত হওয়া প্রক্রিয়া শুরু করা না করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

অন্যদিকে জেলেনস্কি বলেন, পুরো ইউরোপ মস্কোর আগ্রাসনের নিশানায় রয়েছে। ইউক্রেন এ আগ্রাসনের প্রথম পর্যায় মাত্র। ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে রইবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *