আল আজহার মসজিদে জুমার নামাজে অংশ নেন শুধু ইমাম ও কর্মীরা

মিশরের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আল আজহার মসজিদে আজ জুমার নামাজে সাধারণ মুসল্লিরা অংশ নিতে পারবেন না। মসজিদের ইমাম ও কর্মীদের নিয়েই আজকের জুমা অনুষ্ঠিত হবে।সে অনুযায়ী শুধু ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের কর্মীদের নিয়েই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ইজিপ্ট টুডে

এক বিবৃতিতে জানানো হয়েছে, নামাজে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। বিবৃতিতে আরও জানানো হয় , আজ ( ৫ জুন ) জুমার নামাজের খুতবা প্রদান করবেন আল আজহারের সিনিয়র ইসলামিক স্কলার অথরিটির সদস্য আহমেদ ওমর হেশাম। তিনি ‘ দুর্যোগ ও বিপর্যয়ের মুখে ইসলাম ’ নিয়ে আলোচনা করবেন । আল আজহার মসজিদ থেকে খুতবাটি মিশরের চ্যানেলগুলো ও আল আজহারের অফিসিয়াল পেজগুলোতে সরাসরি প্রচার করা হবে ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *