আপস নয়

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্যামল মাওলা অভিনীত নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ পরিচালিত এ ছবির অন্যতম প্রধান চরিত্রে কাজ করে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি। এদিকে এ ছবি ছাড়াও ওয়েবে শ্যামলের বেশকিছু কাজই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। সব মিলিয়ে এ মাধ্যমটিতে বেশ ব্যস্তও তিনি। বেশ ধীরগতিতে কাজ করে তিনি একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। এর রহস্যটা কি? এ অভিনেতা বলেন, এটা তো বলা যাবে না। এটা আমার স্টাইল। একটা নিজস্ব টেকনিকও।
তবে প্রচুর পড়াশোনার মধ্যে থাকি আমি। অনেক সিনেমা দেখি সুযোগ পেলে। তাছাড়া যে চরিত্রটি করছি তার ভেতর ঢুকে যাওয়ার একটা মানসিকতা আমার সব সময় থাকে। আপনাকে সিনেমা এবং নাটক থেকে ওয়েবের জন্য সঠিক পছন্দ ধরা হয়। পরিচালকরাও তাই মনে করেন। আপনার কি ভাবনা? শ্যামল মাওলা বলেন, এটা নিয়ে আমি ভাবি না। মাধ্যম যেটাই হোক কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাকে যে কাজের জন্য ডাকা হয়, তা কোন্‌ মানের, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমি খুব মানি। সেটা হচ্ছে ‘মানের সঙ্গে আপস নয়’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *