আজকের নামাজের সময়সূচি

নামাজ (ফার্সি: نَماز‎‎) সালাত বা সালাহ বা (আরবি: الصلوة‎‎ আস-সালাহ, আরবি: ٱلصَّلَوَات‎‎ আস-সালাওয়াত, অর্থ “প্রার্থনা”, “দোয়া”, “আশীর্বাদ” বা “প্রশংসা”) হল ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাজ়ের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ।

আজ বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪২৮ বাংলা, ২২ মহররম ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

জোহর – ১২:০২ মিনিট।
আসর- ৪:২৯ মিনিট।
মাগরিব- ৬:২০ মিনিট।
ইশা- ৭:৩৫ মিনিট।
ফজর (০২ সেপ্টেম্বর)- ৪:২৪ মিনিট।

আজ সুর্যাস্ত- ৬:১৬ মিনিট।
আগামীকালের (০২ সেপ্টেম্বর) সূর্যোদয়- ৫:৪০ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-
[১] করোনাকালে অ্যান্টিবায়োটিকের কাজ করবে গার্লিক স্যুপ ≣ [১] ঝড়ে উপড়ে পড়া রাজশাহীর নান্দনিক প্রজাপতি সড়কবাতিগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে ≣ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোর এখনই সময়!

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম : -০৫ মিনিট
সিলেট : -০৬ মিনিট

যোগ করতে হবে-

খুলনা : +০৩ মিনিট
রাজশাহী : +০৭ মিনিট
রংপুর : +০৮ মিনিট
বরিশাল : +০১ মিনিট

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *