আগের মতো ভালো সিনেমা পাচ্ছি না -আমিন খান

এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। একটা সময় নিয়মিত অভিনয় করতেন। রোমান্টিক ছবির পাশাপাশি সামাজিক অ্যাকশন ছবিতেও দেখা গেছে এই তাকে। ‘অবুঝ দুটি মন’, ‘সাগরিকা’ ‘ফুল নেবেনা অশ্রু নেবে’, ‘আজকের ক্যাডার’, ‘হৃদয়ের বন্ধন’, ‘কঠিন বাস্তব’সহ বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। সবশেষ ২০১৯ সালে ‘আবতার’ ছবিতে আমিন খানকে দেখা গেছে। দীর্ঘদিন পর এই নায়ক আবারও বড় পর্দায় ফিরছেন। আসছে ঈদে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শিরোনামের একটি ছবির মধ্য দিয়ে বিরতি ভাঙছেন। ছবিটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
এতে আমিন খানের সঙ্গে জুটি বেধেছেন পপি। ঈদে তো অনেক দিন পর ফিরছেন? আমিন খান বলেন, করোনায় আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে আছে। দর্শক হলে খুব বেশি যাচ্ছেও না। তবে আমাদের ভালো ছবি দিয়ে দর্শকদের হলমুখী করা প্রয়োজন। না হলে সিনেমার অবস্থা আরো ভয়াবহ হবে। এমন সময়ে ছবিটি মুক্তি পেতে যাওয়ায় ভালো লাগছে। মুক্তি প্রতিক্ষিত ছবিটি নিয়ে কতটা আশাবাদী আপনি? এ নায়ক বলেন, ছবির গল্প দারুন। আমার সঙ্গে পপির আগের ছবিগুলো দর্শক ভালো ভাবে নিয়েছে। আশা করছি এটিও নেবেন। অ্যাকশন নির্ভর ছবিটি সিনেমা প্রেমিদের মনে দাগ কাটবে। একটা সময় নিয়মিত অভিনয় করতেন। কিন্তু গেল কয়েক বছর অভিনয়ে আগের মতো নেই কেন? উত্তরে তিনি বলেন, শিল্পীর অভিনয়ের ইচ্ছে কখনো মওে না। কিন্তুভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয় থেকে দূরে থাকতে হয়। সত্যি বলতে, অভিনয় করার জন্য আগের মতো ভালো সিনেমা পাচ্ছি না। তাছাড়া আমি অভিনয়ের বাইরে একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি। সেদিকেও সময় দিতে হচ্ছে। তবে অভিনয় থেকে সরে যাইনি। এখনকার চলচ্চিত্রের অবস্থা কেমন দেখছেন? আমিন খান বলেন, আমি সব সময় ইতিবাচক চিন্তা করি। এখন একটু খারাপ সময় যাচ্ছে। তবে এটি থাকবে না। নতুনরা কাজ করছে। তবে ভালো গল্প প্রয়োজন। হল সংস্কার প্রয়োজন। আরো হলও লাগবে। তাহলে অবশ্যই দর্শক হলে ছবি দেখতে যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *