অনলাইনে আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ) শুরু হচ্ছে আজ। চলবে আগামীকাল পর্যন্ত। চলমান করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর উৎসবটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডাফস) আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। উদ্বোধনী উৎসবটি দর্শকরা বিনা মূল্যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি উপভোগ করতে পারবেন।

দুই দিনব্যাপী উৎসবে থাকছে নানা আয়োজন। আজ বিকাল ৫টায় একাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় নবম ও দশম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং রাত সাড়ে ৮টায় ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

উেসবর দ্বিতীয় দিন বিকাল ৫টায় অ্যালামনাই শোকেস: তরুণ নির্মাতা রাম কৃষ্ণ সাহা ও শরিফুল অনিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সন্ধ্যা ৭টায় ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদশিত হবে। রাত ৯টায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র আড্ডা: আইআইইউএসএফএফ টকস। এতে দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতির সঙ্গে আড্ডায় থাকবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘টেক ইওর ক্যামেরা, ফ্রেম ইওর ড্রিম’ শিরোনামে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (আইআইইউএসএফএফ) উৎসবটি ২০০৭ সালে যাত্রা করে। মূলত বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকের কাছে তুলে ধরতেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করে। এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে মোট ২ হাজার ৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *