১৭ বছর পর রেনেসাঁর গান

১৭ বছরের বিরতি ভেঙে নতুন গান নিয়ে আসছে ব্যান্ড রেনেসাঁ। তাদের সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশ হয় ২০০৪ সালে। ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলেও নানাবিধ জটিলতায় আর প্রকাশ হয়নি। এবারের নতুন এই গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। জুলফিকার রাসেলের কথায় এতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পিলু খান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ইতিমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গান প্রকাশের ক্ষেত্রে এত সময় নেয়া প্রসঙ্গে রেনেসাঁ ব্যান্ডের পক্ষ থেকে নকীব খান বলেন, যেহেতু আমরা সবাই চাকরি এবং অন্য পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে গানের কাজ করতে হয়।
একটি নতুন কাজ করতে হলে সবাইকে সময় দিতে হয়। তাছাড়া আমরা গানের মানের ব্যাপারে খুবই সচেতন। একটি গান মনের মতো না হলে সেই গান প্রকাশ করি না। এ কারণে প্রায় ১৭ বছর পর আসছে আমাদের নতুন গান। তবে এটুকু বলতে পারি, আমাদের প্রতি শ্রোতাদের যে আস্থা আছে সেটা বজায় থাকবে এই গানে। প্রসঙ্গত, রেনেসাঁর জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গানই মন জয় করেছে শ্রোতাদের। ১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *