সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবানরা

তবে কি আগের চেহারা বেরিয়ে আসছে তালেবানদের ভিতর থেকে! এরই মধ্যে তারা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র এক ভাইকে হত্যা করেছে। শুক্রবার এ দাবি করেছেন নিহতের এক ভাতিজা। ভিন্ন এক রিপোর্টে বলা হয়েছে আরো চার ভিন্ন মতাবলম্বীকে হত্যা করেছে তারা। এ ছাড়া বিক্ষিপ্তভাবে লোকজনের ওপর নির্যাতনের খবর আসছে। তালেবান এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, নারীদের কাজ হলো সন্তান জন্ম দেয়া। সরকারে তাদের ঠাঁই হবে না। এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি।

এতে বলা হয়, তালেবানরা পাঞ্জশির প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার কয়েক দিনের মধ্যেই হত্যা করেছে আমরুল্লাহ সালেহর ভাই রুহুল্লাহ আজিজি সালেহকে। তার ভাজিতা এবাদুল্লাহ সালেহ রয়টার্সকে বলেছেন, তারা আমার চাচাকে বৃহস্পতিবার হত্যা করেছে। এমনকি তার লাশ দাফন করতে দেয়নি আমাদেরকে। তালেবানরা বলেছে, পচিয়ে ফেলা হবে তার লাশ। তালেবানদের উর্দু ভাষার আলেমারাহ সার্ভিস থেকে বলা হয়েছে, পাঞ্জশিরের যুদ্ধে নিহত হয়েছেন রুহুল্লাহ সালেহ। তিনি সাবেক ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির প্রধান। এটি হলো পশ্চিমা সমর্থত সরকারের গোয়েন্দা বিভাগ। আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধা গ্রুপ এনআরএফের নেতৃত্বে আছেন স্থানীয় নেতা আহমেদ মাসুদ। পাঞ্জশির প্রদেশের রাজধানী বজরকের পতন হলেও তিনি তালেবানদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *