মানসিক স্বাস্থ্য সংস্থা বেটারআপের চিফ ইম্প্যাক্ট অফিসার হতে যাচ্ছেন প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি এখন আর ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য নন। তিনি আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য এক বছর আগে রাজপরিবারের দায়িত্ব ছেড়েছিলেন। এবার সেই পথটি সুগম করতেই ব্রিটিশ রাজপরিবারে প্রথম সদস্য হিসেবে নিজের কর্মস্থল বেছে নেওয়ার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] সংস্থাটি জানিয়েছে, ব্রিটেনের যুবরাজ হ্যারি সান ফ্রান্সিসকো ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানকারী সংস্থা বেটারআপে প্রথম চিফ ইম্প্যাক্ট অফিসার হিসেবে কাজ করবেন। দ্য কাট

[৪] প্রিন্স হ্যারি একটি বিবৃতিতে বলেছেন, নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য বরাবরের মতো তিনি উত্তেজিত, তবে তার সঠিক দায়িত্ব, নির্ধারিত সময় এবং নিজের বেতন সম্পর্কে কোনও ধারণা নেই। বিবিসি
[১] পিরোজপুরে মানবেতার জীবন কাটছে চার কুটির শিল্পের অর্ধশতাধিক পরিবারের ≣ [১] করোনার থাবায় কাহিল ক্রিকেট বিশ্বের তৃতীয় মোড়ল অস্ট্রেলিয়া, ৮০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠাচ্ছে বোর্ড ≣ [১] ভারতীয় পাসপোর্টধারী বাংলাদেশিকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার

[৫] ব্যাকিংহাম প্যালেস থেকে হ্যারির পরিবারের চূড়ান্তভাবে বিভক্ত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরেই এই সিদ্ধান্ত জানালো প্রিন্স হ্যারি।

[৬]এর আগে মার্চের শুরুর দিকে, এই দম্পতি অপরা উইনফ্রের টেলিভিশন সাক্ষাৎকারে আলোচিত হয়েছিলেন, যেখানে মেগান ব্রিটেনের রাজপরিবারকে বর্ণবাদের জন্য অভিযুক্ত করেছিলেন এবং হ্যারি দাবি করেছিলেন যে, তারা তাকে এবং তাঁর স্ত্রীকে আর্থিকভাবে বঞ্চিত করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *