বিনামূল্যে বিতরণের জন্য ফার্মেসিগুলোকে করোনার টিকা দেবে সৌদি সরকার

বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ কথা জানিয়েছেন। গালফ নিউজ

[৩] মন্ত্রী আরও বলেন, সবাই যেন খুব সহজে টিকা নিতে পারে এই জন্য সৌদি সরকার টিকাদান কেন্দ্রের পাশাপাশি ফার্মাসিতেও টিকা দেওয়ার প্রদক্ষেপ নিয়েছে।

[৪] তৌফিক আল রাবিয়াহ সৌদির সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করেছেন। সেই সঙ্গে সবাইকে আশ্বস্ত করেছেন, টিকা নেওয়ার পর এখন পর্যন্ত কারো মাঝে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
[১] লোকালয়ে মুখপোড়া হনুমান! ≣ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি ইস্যুতে অস্থিরতা ≣ ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পরিশোধ না করলে গ্রামীণ ফোনে প্রশাসক নিয়োগ দেবে সরকার, জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান

[৪] সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে ১০০টিরও বেশি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

[৫] সৌদির নাগরিক ও প্রবাসীরা টিকা নেওয়ার জন্য ‘সেহাতী’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

[৬] গত সপ্তাহে সৌদি আরবের প্রেস এজেন্সি জানায়, বেশ কয়েকটি বিশ্ব বিদ্যালয়ে করোনার টিকাদান কেন্দ্র চালু করার কথা ভাবছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অনুসদের সদস্য, তাদের পরিবার ও সাধারণ নাগরিকরা টিকা নিতে পারবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *