বাংলালিংকের নামে মাইলসেরও মামলা

জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করায় মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ।

এদিন বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ মামলা দুইটির আবেদন জমা দেন।

এরপর দুই মামলায় বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের নামে সমন জারির আদেশ দেন আদালত।

একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমসও।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *