ঢাকা-১৮ আসন বিনা চ্যালেঞ্জে ছাড়বে না বিএনপি

বিএসপি ঢাকা-১৮ আসনের নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, মামলা-হামলা যাই হোক, সব কিছু মোকাবেলা করে নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচন প্রস্ততি উপলক্ষে যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ বলেন, অন্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে, কারচুপি করেছে, ভোটারশূন্য নির্বাচন করেছে এখানে সেরকম করতে দেওয়া হবে না। প্রয়োজনে এখান থেকেই গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন শুরু হবে। মানুষের ভোটের অধিকার ফেরাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুল হক মিলনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনের সমন্বয়কারী আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফএম আব্দুল আলিম নকি, সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা এজি এম শামসুল হক, এবিএম এ রাজ্জাক। উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের ধানের শীষে প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *