ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ একজন ডিএসপিও। তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপির দায়িত্ব বুঝে নিয়েছেন গত অক্টোবরে। সামাজিক যোগাযোগমাধ্যম কাল থেকেই সিরাজের আরেকটি পরিচয় নিয়ে কথা হচ্ছে।
না, এ মুহূর্তে পুলিশি কার্যক্রমে তাঁর আলোচনায় আসার কোনো সুযোগ নেই। সিরাজ এখন খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট। তাহলে ডিএসপি সিরাজ নিয়ে আলোচনা কেন? সেটি অ্যাডিলেড টেস্টে স্পিডমিটার ভুল করায়।
ঘটনাটি গতকালের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সিরাজের করা ২৫তম ওভারের পঞ্চম বলে কাট করে চার মারেন মারনাস লাবুশেন। এই বলটির গতি স্পিডমিটারে দেখা যায় ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার!
তেলেঙ্গানা পুলিশের ডিএসপি সিরাজএক্স
আসলে সেটা প্রযুক্তিগত ভুল, সম্প্রচারকেরা এই ভুল দ্রুত সংশোধনও করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সিরাজ বেশ জোরেই বোলিং করেন। তবে সেটা মোটেই ঘণ্টায় ১৫০ কিমি ছোঁয়ার মতো নয়, ১৪০ কিমির আশপাশেই বোলিং করেন, আর কোথায় ১৮১! মজা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’
আরও পড়ুন
অ্যাটকিনসনের হ্যাটট্রিকের দিনে ইংল্যান্ডের বড় লিড
সিরাজের পুলিশের পোশাক পরা ছবিও অনেকে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। লিখেছেন, ‘একমাত্র ডিএসপি সিরাজই এত জোরে বোলিং করতে পারেন।’ কেউ কেউ আবার পাকিস্তান কিংবদন্তি শোয়েব আখতারের কথাও মনে করেছেন।
শোয়েবের কথা এসেছে প্রাসঙ্গিকভাবেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি গতিতে বোলিংয়ের রেকর্ড সাবেক এই পাকিস্তানি পেসারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন শোয়েব। অর্থাৎ ঘণ্টায় ১০০.২ মাইল গতিতে বলটি করেছিলেন শোয়েব।
সর্বোচ্চ গতিতে বোলিং করার কীর্তিতে শোয়েবের পরে আছেন চারজন অস্ট্রেলিয়ান। ব্রেট লি ও শন টেইট দুজনেই বোলিং করেছেন ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার গতিতে। এরপর এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার আরও দুজন কিংবদন্তি জেফ থমসন ও মিচেল স্টার্ক।
থমসন সর্বোচ্চ ১৬০.৬ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। স্টার্ক করেছেন ১৬০.৪ কিলোমিটার গতিতে। শীর্ষ এই পাঁচ বোলারের মধ্যে শুধু স্টার্কই এখনো খেলছেন। যদিও নিজের সেরা ১৬০.৪ কিলোমিটার গতিও তিনি আর ছুঁতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, স্টার্ক এখন বোলিং করেন ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির আশপাশে।
স্পিডমিটারের ভুল নতুন কিছু নয়। ২০২১ সালে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে তো পাকিস্তানি পেসার হাসান আলীর গতি স্পিডগানে দেখিয়েছিল ঘণ্টায় ২১৯ কিলোমিটার! সিরাজের বেলায় তবু ২০০–এর নিচে ছিল!