ক্রিকেটের একমাত্র বিশ্বকাপজয়ী দম্পতি অস্ট্রেলিয়ার স্টার্ক-হিলি

স্বামী-স্ত্রী হিসেবে বিশ্বকাপ জয়ের নজির এই প্রথম! এর আগে কোনো দম্পতি কোনো খেলাতেই দেশকে উপহার দিতে পারেননি বিশ্বকাপ শিরোপা।

[৩] মাত্র নয় বছর বয়সেই পরিচয় অ্যালিসা হিলি আর মিচেল স্টার্কের। অস্ট্রেলিয়ায় ছেলে-মেয়ে একসাথে ক্রিকেট খেলার প্রচলন বেশ আগে থেকেই। আর সেখানেই পরিচয় ঘটে দু’জনের। সেই পরিচয়ের পর তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। আর সেখান থেকেই প্রণয় থেকে পরিণয়। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দু’জনে।

[৪] মিচেল স্টার্ক ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন দুইটি বিশ্বকাপ শিরোপা। অন্যদিকে, অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া নারী দলকে উপহার দিয়েছেন সাতটি বিশ্বকাপ শিরোপা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে মিচেল স্টার্ক জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। অ্যালিসা হিলি ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতে নিয়েছেন।

[৫] হিলি-স্টার্কের মত দেশের হয়ে টেস্ট খেলেছেন এরকম আর মাত্র দু’টি জুটি আছে। তারা হলেন ইংল্যান্ডের রজার প্রিডক্স ও রুথ ওয়েস্টব্রুক এবং শ্রীলঙ্কার গাই ডি অ্যালিস ও রাসাঞ্জালি ডি সিলভা। তবে তাদের জুটি বিশ্বকাপ জিততে পারেনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *