কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ

সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগ, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল বান্দ্রা মেজিস্ট্রেট মেট্রোপলিটন আদালত। তবে শুধু কঙ্গনা নয়, অভিনেত্রীর বোন তথা তার ম্যানেজার রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। কঙ্গনার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ ছড়ানোর অভিযোগ আনেন কাস্টিং ডিরেক্টর এবং ফিটনেস ট্রেনার মুন্নওয়ারলি সাঈদ। ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর অনু্চ্ছেদের ১৫৩এ, ১৯৫এ এবং ১২৪ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। তার কথায়, কঙ্গনা তার টুইটে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। সাঈদ তার অভিযোগে আরও বলেছেন, কঙ্গনা খুব ভালো করেই জানান, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, তার টুইট সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। শুধু একটি নয়, অভিনেত্রী একাধিক টুইটে ধর্মীয় বিভেদে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি, কঙ্গনার দেওয়া বেশকিছু সাক্ষৎকারের ভিত্তিতেও তার বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *