একুশে গ্রন্থমেলায় তারকাদের বই

শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। ১৮ই মার্চ থেকেই বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধে মেতে ওঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। করোনাভাইরাসের কারণে মেলা এবার পেছানো হয়। তবু বইপ্রেমীদের উন্মাদনার কমতি নেই। প্রতি বছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশ হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। একইরকম ভাবে শোবিজের তারকাদেরও বই দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার মেলায় বেশ ক’জন তারকার বই প্রকাশ পাচ্ছে। এরমধ্যে মেলায় বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াতের দুটি বই প্রকাশ করছে প্রিয়মুখ প্রকাশনী।
এর একটি হলো গল্পের বই ‘স্বপ্নের বৃষ্টি’। অন্যটি নাটকের বই ‘দুটি মঞ্চ নাটক’। এবার বইমেলায় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের থাকছে সাতটি বই। এগুলো প্রকাশ হবে অনন্যা প্রকাশনী ও মিজান প্রকাশনী থেকে। উল্লেখযোগ্য বইগুলো হলো-‘এহরাম থেকে আরাফাত’, ‘দেশ দেশান্তর’, ‘শিল্প সাহিত্যে আমাদের মুক্তিযুদ্ধ’। এ ছাড়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা দুটি বই প্রকাশ হচ্ছে এই তারকার। স্বনামধন্য গীতিকার লতিফুল ইসলাম শিবলীর ‘ফ্রন্টলাইন’ শিরোনামের একটি উপন্যাস প্রকাশ হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান প্রথমবারের মতো একটি গল্পের বই লিখেছেন। ‘অনূভূতির অভিধান’ শিরোনামের বইটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রকাশ করছেন দুটি বই। এগুলোর একটি ‘গোলাপী জমিন’। এটি নতুন উপন্যাস। সেই সঙ্গে আসছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। মেলায় থাকছে ‘মিস আয়ারল্যান্ড’খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তীর উপন্যাস ‘কণ্ঠশয্যা’ ও চলতি প্রজন্মের মডেল-উপস্থাপিকা নীলের কবিতার বই ‘হারিয়ে যাবার শুরু’। সংগীতশিল্পী ও সংগীত পরিচালক তানভীর তারেক প্রকাশ করছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘পরাণপথিক’। এটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। ‘ঘুড়ি’খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের বইমেলায় থাকছে চারটি বই। এরমধ্যে নাগরিক প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘মানিব্যাগ ও মধ্যবর্তী পনের বছর’ এবং ‘প্রেমিকার ঘরবাড়িতে কিছু আশ্চর্য শিমফুল’। কিংবদন্তি পাবলিকেশন্স থেকে ‘তবে তাকাও নিজের দিকে’ ও প্রিয়বাংলা প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘নক্ষত্রের দেশ’। সংগীতশিল্পী পুতুল ‘এক শিল্পীসত্তার ব্যবচ্ছেদ এবং তার আত্মজীবনীর ভগ্নাংশ’ শিরোনামের উপন্যাস নিয়ে হাজির থাকছেন। প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। অভিনেত্রী শানারেই দেবী শানুর দুটি উপন্যাস থাকছে। এরমধ্যে অনন্যা প্রকাশনী থেকে ‘আমার একটা তুই চাই’ ও তাম্রলিপি থেকে প্রকাশ হচ্ছে ‘ইতি মেঘবালক’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *