আগামী বছর দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন চালু হবে: আইনমন্ত্রী

মাজহারুল ইসলাম: [২] রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ডেইলি স্টার অনলাইন

[৩] মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশ প্রযুক্তিতে অনেকদূর এগিয়ে গেছে। এ অবস্থায় রেজিস্ট্রি অফিসগুলোতে ডিজিটাইজেশন বা ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর বিকল্প নেই। এই প্রক্রিয়া চালু হলে জনগণকে দ্রুত রেজিস্ট্রেশন সেবা দেওয়া সম্ভব হবে।’

[৪] ‘ই-রেজিস্ট্রেশনের পাশাপাশি প্রচলিত ব্যবস্থাও বহাল থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, তাই ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হলেও, কোন নকলনবীশ বা দলিল লেখক কাজ হারাবেন না। ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ফাইল হ্যাক বা ড্রপ কিংবা ক্রাশ হতে পারে। তাই প্রচলিত ব্যবস্থা বাতিল করা বুদ্ধিমত্তার কাজ হবে না।

[৫] সাব-রেজিস্ট্রারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণকে সঠিকভাবে সেবা না দিলে ধরে নেওয়া হবে যে, আপনারা সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন না। তিনি বলেন, ‘যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে কেউ তাদের পক্ষে অবস্থান নিবেন না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *